২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পিএম ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ নং বিসকা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের কয়েকজন ইউপি সদস্যসহ শতাধিক এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার কাশিগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পতিত আ.লীগ সরকারের সমর্থিত বিসকা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ইউপি সদস্য আমিনুল হককে প্যানেল চেয়ারম্যান করার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। মানববন্ধনে অংশ নিয়ে বিসকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান সুমন (৪৫), আশরাফুল ইসলাম সরকার (৪০), মাসুম তালুকদার (৩৫) বলেন, “৫ আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। পতিত আ.লীগের একজন দোসরকে ইউনিয়নের অভিভাবক হিসেবে মেনে নেওয়া হবে না। আমরা...