২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম কুমিল্লার চৌদ্দগ্রামের আনন্দপুর সীমান্ত এলাকা দিয়ে পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে অনুপ্রবেশের সময় তিনজন নারীকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন: যশোর সদর উপজেলার শেখহাটির আলমগীর হোসেনের স্ত্রী শিল্পী বেগম, মনিরামপুর উপজেলার আগারহাটির রহিম মোল্লার স্ত্রী সালমা বেগম এবং সাতক্ষীরার কলোয়ারা থানার দক্ষিণ ক্ষেত্রপাড়ার মৃত আজিজ মোলারের মেয়ে সালমা খাতুন। রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। আনন্দপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. মিজানুর রহমানের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, ভারত সীমান্তবর্তী ২১১১/৬ নং পিলারের নিকট দিয়ে শনিবার বিকেলে ভারত থেকে বাংলাদেশে তিন নারী প্রবেশ করতে দেখে বিজিবি টহল টিম। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ঘটনায় সালমা বেগম, শিল্পী বেগম ও সালমা খাতুনকে আটক করা...