রাজধানীর আজিমপুরে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন গুলশানারা মাসুদা টাওয়ারের একটি গোপন কক্ষ থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে যৌথ বাহিনী। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর আজিমপুর ক্যাম্প-৪৬ ব্রিগেড, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালবাগ থানা পুলিশ। ১২ তলা বিশিষ্ট ভবনটির নিচতলার আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে বিশেষভাবে টিনশেড দিয়ে ঘেরা একটি গোপন কক্ষ থেকে গাড়িগুলো উদ্ধার করা হয়। অভিযানকালে ভবনের ম্যানেজার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। সূত্র জানায়, উদ্ধার করা গাড়ির মধ্যে রয়েছে— একটি সাদা এবং একটি লাল রঙের বিএমডব্লিউ, একটি কালো নিশান পেট্রোল, একটি সাদা প্রোটন, একটি সাদা টয়োটা আইএসটি ও একটি লাল রঙের টয়োটা রাস জিপ। এসব গাড়ির বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। যৌথ বাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না...