এখন জাতীয় (জুলাই) সনদের আইনিভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, সংস্কার, গণপরিষদ নির্বাচন, গণভোট, জোট গঠন, জাতীয় পার্টি ও ক্রার্যক্রম নিষিদ্ধ অনুপস্থিত থাকা আওয়ামী লীগের বিষয়টি চূড়ান্ত করাসহ বেশ কিছু ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে গত কয়েক দিন ধরে বিভেদ ক্রমশ বাড়ছে। উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এই অবস্থায় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার ও নির্বাচন কমিশন (ইসি)। অনেকের অভিমত, এ মুহূর্তে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকার ও ইসির সামনে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে- প্রশ্নমুক্ত, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে- বিভেদ দূর করে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে ভোটারের জন্য সুষ্ঠু পরিবেশ ও আস্থা নিশ্চিত করা। এছাড়া নাগরিক ও রাজনৈতিক দল সবার জন্য আস্থার পরিবেশ তৈরি করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত করা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের...