এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে আজ অনলাইনে টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।শুরু হওয়ার মাত্র ২৪ মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায় বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। আজ বাফুফে ভবনে টিকিট বিক্রি নিয়ে কথা বলেন তিনি। আগের ম্যাচে টিকিট বিক্রি হতে কিছুটা সময় লেগেছিল। তবে এবার ঘোষণা দেওয়ার পরই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় টিকিট। তাজওয়ার বলেন, ‘সাধারণ গ্যালারি ও ক্লাব হাউস দুই জায়গা মিলিয়ে প্রায় ১৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। সময় লেগেছে সর্বোচ্চ ২৬ মিনিট বা প্রায় আধা ঘণ্টা। ’ প্রশ্ন উঠেছিল এভাবে দ্রুত টিকিট বিক্রি হওয়ায় কালোবাজারি বা অন্য কোনো শঙ্কা আছে কিনা? জবাবে তাজওয়ার বলেন, ‘এটা শতভাগ খুশির...