জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সাথে দেখা করেছেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। রোববার সকালে বসুন্ধরায় আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সাক্ষাতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির এসএম খালিদুজ্জামান এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সম্পর্ক, বিনিয়োগ এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা...