ঢাকা: পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের ওপর অস্ত্রসহ বিভিন্ন নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের উদ্যোগে নেওয়া এই পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। রবিবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।সংবাদমাধ্যমে বলা হয়, ২০১৫ সালের পরমাণু চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নেয় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। উল্লেখযোগ্যভাবে, এই চুক্তির মূল লক্ষ্য ছিল—ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন না করতে পারে। যদিও বরাবরের মতোই তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন। তবে সাম্প্রতিক পদক্ষেপ চুক্তির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে গৃহীত বিভিন্ন...