জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ বিমানবাহিনীর ইউটিলিটি অ্যাভিয়েশন ইউনিটের ১৯০ জন সদস্য কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এ কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন এয়ার কমডোর মো. এনামুল করিম। রোববার (২৮ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, এর আগে ২৪ সেপ্টেম্বর বিমানবাহিনী সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শান্তিরক্ষীদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের শৃঙ্খলা, সততা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান এবং ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন মেনে চলতে বিশেষ গুরুত্বারোপ করেন। আরও পড়ুনকঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন: আইএসপিআরজাতিসংঘে দেওয়া ভাষণে মূলবার্তায় যা বললেন প্রধান উপদেষ্টা...