ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের শেষ শটে গোল হজম করা মানতে কষ্ট হচ্ছে আর্না স্লটের। অন্তিম সময়ে ‘গা ছাড়া ভাবের’ জন্য রক্ষণভাগকে কাঠগড়ায় তুলেছেন লিভারপুল কোচ। তবে ম্যাচের বেশিরভাগ সময়ের ‘সেরা দল’ প্যালেসের জয়টি প্রাপ্য বলেই মনে করেন তিনি। প্রতিপক্ষের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে হেরে যায় লিভারপুল। থেমে যায় তাদের জয়রথ। চলতি লিগে ছয় ম্যাচ খেলে এটি স্লটের দলের প্রথম পরাজয়। নবম মিনিটে ইসমালিয়া সারের গোলে এগিয়ে যায় প্যালেস। প্রথমার্ধের বাকিটা সময়ও একের পর এক আক্রমণে ইংলিশ চ্যাম্পিয়নদের চাপে রাখে তারা। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে দলটি। কিন্তু সৌভাগ্য সহায় না হওয়ায় এবং লিভারপুলের গোলরক্ষক আলিসন বেকারের দুর্দান্ত সব সেভে বল আর জালে পাঠাতে পারেনি দলটি। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লিভারপুল। সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠা দলটি অনেক...