কক্সবাজারের রামুতে একটি বৌদ্ধ বিহার থেকে এক ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল পুরাতন রাখাইন বৌদ্ধ বিহার থেকে লাশ উদ্ধারের খবর জানান রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ। মৃত ভিক্ষুর নাম থুই নু মং মারমা প্রকাশ কিমা চারা (২২)। তিনি রাঙামাটির কাউখালী উপজেলার দাপুয়া গ্রামের মং শিপ্রু মারমার ছেলে। স্থানীয়দের বরাতে ওসি ফরিদ বলেন, “থুই নু মং দীর্ঘদিন ধরে ওই বিহারে থাকতেন। সকালে তার ঝুলন্ত মরদেহ...