খুলনা:শারদীয় দুর্গাপূজা সামনে রেখে খুলনার বাজারে ফলের চাহিদা বেড়েছে কয়েকগুণ। ব্যবসায়ীরা বলছেন, বিশেষ করে মাল্টা, আপেল, কমলা ও বেদানার মতো আমদানিকৃত ফলে সরবরাহ অনেকটাই বেড়েছে। এর ফলে বাজারে কিছুটা স্বস্তি এসেছে।রোববার (২৮ সেপ্টেম্বর) শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক কেজি মাল্টা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়, যা কয়েকদিন আগেও ছিল ৪০০ টাকা। আমদানিকৃত আপেল ৩৫০, বেদানা ৪০০ আর কমলা ৩২০ টাকায় পাওয়া যাচ্ছে। সব ধরনের ফলেই কেজিপ্রতি গড়ে ৫০ থেকে ১০০ টাকা কমেছে।বিশ্লেষকরা বলছেন, আমদানি বাড়ায় সরবরাহ বেড়েছে, তাই দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে পূজার সময় চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দাম ওঠানামা করতে পারে। এর ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে বাজারের বাস্তবতা মিলছে না।ফলে খুশির উৎসবের সঙ্গে মিলেমিশে রয়ে গেছে মানুষের উদ্বেগ। বাজারের ব্যস্ততা, উৎসবের সাজসজ্জা আর দাম...