বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক অগ্রগণ্য বাহিনী হিসেবে কাজ করছে। বিজিবি শুধুমাত্র সীমান্ত প্রহরায় নিয়োজিত নয়, বরং তারা দেশের অভ্যন্তরে শান্তিশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং দুর্যোগ মোকাবেলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে, এ বাহিনীকে বলা হয় দেশের সীমান্ত রক্ষার প্রথম সারির সৈনিক। বিজিবির মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা। দেশের স্থল ও জল সীমান্তে নিয়মিত টহল, নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে তারা যেকোনো অবৈধ অনুপ্রবেশ, সন্ত্রাসী কার্যকলাপ কিংবা বৈরী শক্তির অনুপ্রবেশ রোধ করে থাকে। দেশের ৪,৪২৭ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা সহজ কাজ নয়, কিন্তু বিজিবি তাদের দক্ষতা, আধুনিক প্রযুক্তি এবং দৃঢ় মনোবলের মাধ্যমে এই দায়িত্ব সুচারুভাবে পালন করে আসছে। সীমান্তে প্রায়ই ছোটখাটো...