ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘মব ভায়োলেন্সের’ বিষয়ে নির্বাচন কমিশনকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, যে ‘ভয়াবহ পরিস্থিতিতে’ বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে, তাতে গতানুগতিক নির্বাচন করলে কী হবে তা ‘অনুমেয়’; তাই আগামীতে যে কোনো সময় মব সৃষ্টির শঙ্কায় সতর্ক থাকতে হবে। পোস্টাল ভোটিংকে চ্যালেঞ্জ হিসেবে মন্তব্য করেছেন কেউ কেউ। অপতথ্য ছড়ানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব রুখতেও সচেতন থাকার কথা বলেছেন তারা। এছাড়া কোনো চাপের মুখে শাপলা প্রতীক না দেওয়া এবং পরীক্ষা–নিরীক্ষা ছাড়া পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির প্রতি অবস্থান না নেওয়ার পরামর্শও দিয়েছেন প্রতিনিধিরা। নির্বাচন সামনে রেখে রোববার প্রথমবারের মতো অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপে বসে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংলাপ শেষে নাগরিক সমাজের প্রতিনিধিরা তাদের পরামর্শ তুলে ধরেন। নির্বাচন ভবনের সম্মেলন...