এই সেতুর কারণে, ক্যানিয়ন উপত্যকা অতিক্রম করতে আগে দুই ঘণ্টা সময় লাগলেও এখন মাত্র দুই মিনিট পার হওয়া যাবে। বেইপান নদীর ওপর নির্মিত এই সেতুটি নদী থেকে ৬২৫ মিটার উঁচুতে অবস্থিত, যা সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের প্রায় নয় গুণ উঁচু। ১ হাজার ৪২০ মিটার মূল স্প্যান নিয়ে এটি বিশ্বের দীর্ঘতম স্টিল ট্রাস গার্ডার সাসপেনশন ব্রিজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। মোট ২ হাজার ৮৯০ মিটার দীর্ঘ এই সেতুটি ‘পৃথিবীর ফাটল’ নামে পরিচিত হুয়াচিয়াং গ্র্যান্ড ক্যানিয়নের দুই পাড়কে সংযুক্ত করেছে। এটি চীনের অবকাঠামো উন্নয়নের সর্বশেষ নিদর্শন। জানা যায়, ২০১৬ সালে চালু হওয়া বেইপান নদীর ওপর আরেকটি সেতু এতদিন বিশ্বের সর্বোচ্চ হিসেবে পরিচিত ছিল, যার উচ্চতা ছিল ৫৬৫.৪ মিটার। নতুন সেতুটি সেই রেকর্ড ভেঙে দিয়েছে। প্রাদেশিক পরিবহন দপ্তরের প্রধান চাং ইয়িন জানান, নতুন...