বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীনকে গণ সংবর্ধনায় বিএনপি নেতা অ্যাডভোকেট মহসিন মিয়া উপজেলা যুবদল নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন অভিযোগ পাওয়া গেছে। আমতলী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ হেমেদী জামান রাকিব ও তার সমর্থকদের বিরুদ্ধে গত কাল শনিবার রাতে অ্যাডভোকেট মহসিন মিয়া তার আইনজীবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবী করেছেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা অ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, নবগঠিত বরগুনা জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন ও প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল হক মাষ্টারকে গত বৃহস্পতিবার বিকেলে আমতলী বাঁধঘাট চৌরাস্তায় গণ সংবর্ধনা দেয়া হয়। ওই সংবর্ধনায় আমি আমার কয়েক হাজার সমর্থক নিয়ে বটতলা অবস্থান করি। ওই সময় উপজেলা যুবদল...