২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম রাজবাড়ীর পাংশা থানার মোটরসাইকেল চুরির মামলায় বরিশাল থেকে দুজন আন্তঃজেলা চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৬টার সময় বরিশাল জেলার গৌরনদী মডেল থানার মাহিলারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- বরিশাল জেলার গৌরনদী থানার দক্ষিণ বিজয়পুর গ্রামের মো. আ. মালেক সরদারের ছেলে মো. জহিরুল ইসলাম রনি (৩১) ও মাহিলারা গ্রামের রঞ্জিত চন্দ্র মণ্ডলের ছেলে খোকন মণ্ডল (৩০)। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, গত ২৬ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে রাজবাড়ীর পাংশা মডেল মসজিদের নিচতলায় গ্যারেজে রাখা মো. আতিকুর রহমান ওরফে কুতুবের একটি সাদা...