ঘুষ নেওয়ার অপরাধে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। এ সময় তার সব ধরনের সম্পদ বাজেয়াপ্ত করা হয় এবং দলের সব পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। রোববার (২৮ সেপ্টেম্বর) চীনের জিলিন প্রদেশের একটি আদালত এই রায় ঘোষণা করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। রায়ে বলা হয়, ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন পদে থাকাকালীন তাং রেনজিয়ান নগদ অর্থ ও সম্পত্তি মিলিয়ে মোট ২৬ কোটি ৮০ লাখ ইউয়ান (প্রায় ৩ কোটি ৭৬ লাখ ডলার) ঘুষ গ্রহণ করেছেন। জিলিনের চ্যাংচুন ইন্টারমিডিয়েট পিপলস আদালত মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর তা আগামী দুই বছরের জন্য স্থগিত করেছেন। আদালত জানিয়েছে, নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় তাংয়ের সাজা কার্যকর দুই বছর স্থগিত থাকবে। গত বছরের নভেম্বরে চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল কমিউনিস্ট...