দেবী দুর্গা শুধু পূজিত দেবী ছিলেন না বরং ব্রিটিশ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী চেতনাকে জাগ্রতকারী এক বিপ্লবী প্রতীক ছিলেন মা দুর্গা। বঙ্কিমচন্দ্রের ‘বন্দেমাতরম’ কিংবা অবনীন্দ্রনাথের ‘ভারতমাতা’র প্রতিরূপ থেকে তার প্রমাণ মেলে। স্বাধীনতাকামী অসংখ্য যুবকের মাঝে অফুরান তেজ আর প্রাণশক্তির সঞ্চার করেছিল ঋষি অরবিন্দের ‘দুর্গাস্তোত্র’। কাজী নজরুল ইসলামকেও দুর্গা মাতার শক্তি বন্দনার মাধ্যমে সহিংস বিপ্লবীদের উদ্বুদ্ধ করার কারণে ইংরেজ সরকারের রোষানলে পড়তে হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনেও আছে দুর্গা পূজার এক বিশাল প্রভাব।দুর্গাপূজার তত্ত্বগত ও প্রণালীগত দিক নিয়ে যারা আলোচনা করেছেন তার মধ্যে সবচেয়ে প্রাচীন একজন বাঙালি স্মার্ত পন্ডিত নাম বালক। এছাড়া জীকন, ভবদেব ভট্ট, শ্রীকর দত্ত এদের তাত্ত্বিক আলোচনাও প্রসিদ্ধ। কিন্তু বাংলায় এখন যে পদ্ধতি অনুসরণ করে দুর্গা পূজা হয় তার প্রচলন করেন মহাপ্রভু শ্রীনিত্যানন্দের সমসাময়িক স্মার্ত পণ্ডিত রঘুনন্দন। দুর্গাপূজা নিয়ে...