এবারের দুর্গাপূজাটা টালিউড অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের কাছে একেবারে অন্যরকম। বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের পূজার গানের ভিডিওতে দেখা গেছে অভিনেত্রীকে। ‘রক্তবীজ ২’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। জীবনে কাঞ্চন মল্লিক এসেছে বলেই কি এত সুযোগ আসছে? সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে যে কথা বললেন শ্রীময়ী? কাঞ্চনের সঙ্গে সম্পর্ক তৈরির হওয়ার ফলেই যে তার পরিচিতি বেড়েছে, তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, কাউকে না কাউকে ধরেই বড় হতে হয়। সেখানে কাঞ্চনের স্ত্রী আমি, গর্বের বিষয়। সুতরাং যদি তাতে মনে হয়, কাঞ্চনের জন্যই কাজের সুযোগ আসছে, তাতে আমার কিছু মনে হয় না। আরও পড়ুনআরও পড়ুন‘আমার বাবা-মা ও বোনকেও হুমকি দেওয়া হতো’ শ্রীময়ী বলেন, কাঞ্চনের জন্যই ঋতুপর্ণা, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়সহ ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে তার পরিচয় হয়েছে। তিনি বলেন,...