এক দিকে দশভূজা, অন্যদিকে দশানন; সবার পরনে ছৌ নাচের কস্টিউম! পূজার বাদ্য নয়, যেন নৃত্য যুদ্ধের দামামা বাজছে। দক্ষিণ নালাপাড়ায় পূজা মণ্ডপ যেন এক টুকরো লঙ্কা। ঐতিহ্যবাহী ছৌ নৃত্য আর রামায়নের লঙ্কা কাণ্ডকে সমন্বিত করে চট্টগ্রামের দক্ষিণ নালাপাড়ায় পূজা উদযাপন পরিষদ এবার তাদের পূজার ‘থিম’ ঠিক করেছে হয়েছে ‘ছৌ কলায় লঙ্কাকাণ্ড’। ছৌ নাচ হল ভারতীয় আদিবাসী যুদ্ধনৃত্য। সেখানে রামায়ন, মহাভারত বা ধর্মীয় অ্যাখ্যান এবং গ্রাম্যগীতির কথা পরিবেশন করেন শিল্পীরা। ২০১০ সালে ছৌ নৃত্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নেয়। আর রামায়নের 'লঙ্কা কাণ্ড' হল যুদ্ধের পর্ব। সীতা হরণের পর তাকে উদ্ধারে লঙ্কায় যাওয়া রাম ও লঙ্কাপতি রাবনের মধ্যে চূড়ান্ত যুদ্ধ হয় এই পর্বে। লঙ্কাকাণ্ডে রাবন বধের পর তার ভাই বিভীষণকে লঙ্কার রাজা হিসেবে অভিষিক্ত করেন রাম। রাবন বধের আগে...