দেশে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৯২ জনের মৃত্যু হলো। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৪৬ হাজার ৫১ জনে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই ঢাকার বাসিন্দা। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ জন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ...