নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শেয়ারবাজারে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। বিভিন্ন সুপরিচিত বাজার বিশ্লেষক ও প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এই চক্রগুলো বিনিয়োগকারীদের শত শত গুণ লাভের প্রলোভন দেখাচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর বারবার সতর্কবার্তা সত্ত্বেও এই প্রতারণা থামানো যাচ্ছে না। প্রতারকরা মূলত ফেসবুকের মতো প্ল্যাটফর্মে চটকদার বিজ্ঞাপন দেয় এবং আগ্রহী বিনিয়োগকারীদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে। এসব গ্রুপে তারা ভুয়া মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে বিনিয়োগের জন্য চাপ দেয়। একটি প্রতারকচক্র আরও একটি নতুন অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে, যা তাদের নির্বিঘ্নে কার্যক্রম চালিয়ে যাওয়ারই প্রমাণ। এই প্রতারণা বন্ধ করতে ব্যর্থ হয়ে বিএসইসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ গোয়েন্দা সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর সহায়তা চেয়েছে। এনটিএমসি-এর দায়িত্ব হলো দেশের...