এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনাল আজ। গুরুত্বপূর্ণ এই ফাইনালে এশিয়ার এই চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথম ফাইনালে মুখোমুখি হচ্ছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মাঠে নামার আগে কাগজে-কলমে এগিয়ে ভারত। তবে পাকিস্তানকেও হালকাভাবে দেখার সুযোগ নেই। সর্বশেষ দুই দল ফাইনালে খেলেছিল ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। সেবার জিতেছিল পাকিস্তান। তবে এশিয়া কাপের চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছে ভারত। তারা এশিয়া কাপের এবারের আসরে টানা ৬ ম্যাচে দাপুটে জয়ে ফাইনালে। অন্যদিকে বাদ পরার শঙ্কা নিয়েই ফাইনাল পর্যন্ত এসেছে পাকিস্তান। টুর্নামেন্টজুড়ে ছন্দে না থাকলেও পাকিস্তান ফাইনালে জ্বলে উঠতে পারে। তারা অতীতে এমন দৃষ্টান্ত রেখেছে। ১৯৯২ সালের বিশ্বকাপে এবং ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নড়বড়ে অবস্থায় থেকে ফাইনালে খেলে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এখন দেখার বিষয়, আজ ফাইনালে কোন একাদশ নিয়ে মাঠে...