দুপুর দুইটায় বাংলাদেশ-হংকং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। ৩০ মিনিটের মধ্যেই ৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য ম্যাচের সাধারণ গ্যালারি টিকিট বিক্রি হয়েছে। রোববার বিকেলে বাফুফের কম্পিটিশন কমিটি এই তথ্য নিশ্চিত করেছে। বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, 'আমরা সাধারণ গ্যালারি ও ক্লাব হাউজ যে টিকিট গুলো ছেড়েছিলাম সেগুলো সবই বিক্রি হয়েছে। সব মিলিয়ে ২৪ মিনিট লেগেছে আর হয়তো পেমেন্ট ফেলিউর বা অন্য কিছুর জন্য হয়তো আরো ৫-৬ মিনিট লেগেছে। সব মিলিয়ে আধঘন্টার মধ্যে টিকিট বিক্রি হয়েছে।' জাতীয় স্টেডিয়ামে গ্যালারি আসন ১৮ হাজার। ক্লাব হাউজ ১ হাজার। আধ ঘন্টার মধ্যে ১৯ হাজার টিকিট বিক্রি অনেকটা আশ্চর্যজনক। এ নিয়ে তাজওয়ার বলেন, 'এটা অবশ্যই ভালো সংবাদ৷ আমরা অনলাইনেও দেখেছি টিকিট স্মুথলি গ্রহণ করেছেন গ্রাহক। আপনারা তদন্ত...