একটি, দুইটি কিংবা তিনটি নয়, চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত ১০টির বেশি ক্যাচ ফেলেছে ভারত! উত্তরসূরিদের ফিল্ডিংয়ের এই বাজে দশা মানতে পারছেন না আমিত মিশ্রা। ফিল্ডিং কোচ নিজের কাজটা ঠিকমতো করছেন কিনা, সেই প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ ভারতীয় সাবেক লেগ স্পিনার। চলতি এশিয়া কাপে ব্যাটিং ও বোলিং বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে ভারত। কিন্তু ফিল্ডিংয়ে চরম বাজে একটি টুর্নামেন্ট কাটছে সুরিয়াকুমার ইয়াদাভের দলের। আসরে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে মোট ১২টি ক্যাচ ফেলেছে তারা, প্রতি ম্যাচে গড়ে দুটি করে। এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার এবারের আসরে ভারতের ক্যাচ নেওয়ার হার ৬৭.৫ শতাংশ। আট দলের টুর্নামেন্টে এই তালিকায় তাদের চেয়ে নিচে কেবল একটি দল, হংকং (৫২.৭ শতাংশ)। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই-এ আলোচনার সময় দলের ফিল্ডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আমিত। দেশের হয়ে ২২ টেস্ট,...