রাজধানী কিইভসহ ইউক্রেইনের বিভিন্ন অংশে তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত চারজন নিহত ও বহু আহত হয়েছেন। রয়টার্স জানায়, পূর্ণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিইভে রোববার রাতের এ হামলা সবচেয়ে বেশি সময় ধরে চলা আক্রমণগুলোর একটি ছিল। প্রতিবেশী পোল্যান্ড দক্ষিণাঞ্চলীয় দুটি শহরের কাছাকাছি আকাশপথ বন্ধ করে দেয় আর তাদের বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো বিপদ কেটে না যাওয়া পর্যন্ত ওই এলাকার আকাশে টহল দিয়ে বেড়ায়। ইউক্রেইনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতে ৫৯৫টি ড্রোন ও ৪৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল আর তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ৫৬৮টি ড্রোন ও ৪৩টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। রাশিয়ার এই হামলার প্রধান লক্ষ্য কিইভ ছিল বলে উল্লেখ করেছে তারা। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ১২ ঘণ্টারও বেশি সময় ধরে হামলাটি চলেছে আর এতে একটি কার্ডিওলজি...