‘ইউটিউব ল্যাবস’ নামের নতুন এক প্ল্যাটফর্ম এনেছে ইউটিউব। এখানে ব্যবহারকারীরা ইউটিউবের তৈরি করা বিভিন্ন এআই-ভিত্তিক পরীক্ষামূলক টুল আগে থেকেই ব্যবহার করে দেখতে পারবেন। এটা অনেকটা গুগলের ‘গুগল ল্যাবস’-এর মতো যেখানে বিভিন্ন এআই পরীক্ষা চালানো যায়। শুরুতেই ইউটিউব মিউজিক অ্যাপে এআই হোস্ট চালুর ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এই হোস্টরা গান শোনার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করতে কাজ করবে। ব্যবহারকারীদের প্রিয় গানের সঙ্গে সম্পর্কিত গল্প বলা, ভক্তদের জন্য নানা তথ্য দেওয়া এবং মজার মন্তব্য শোনানোর মাধ্যমে ফিচারটি কাজ করবে। এর আগে এ বছর স্পটিফাই একই ধরনের এআই ডিজে চালু করেছিল। তবে প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, এই সুবিধা সবার জন্য নয়। এখনই সাইন-আপ করা সম্ভব হলেও ব্যবহারের সুযোগ পাবেন কেবল ‘ইউটিউব প্রিমিয়াম’ সদস্যরা। সেটিও কেবল যুক্তরাষ্ট্রভিত্তিক সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য। কতজনকে এতে অন্তর্ভুক্ত করা হবে...