একটা সময় রণবীরের প্রেম নিয়ে বিস্তর চর্চা হতো। একের পর এক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন। যদিও সে সব এখন অতীত। আপাতত থিতু হয়েছেন। অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেছেন রণবীর। একটি কন্যাসন্তান রয়েছে তাদের। বলা ভালো, তিনি এখন ঘোরতর সংসারী। জন্মদিনে বিশাল কোনও আয়োজন, বড় কোনও পার্টিতে বিশ্বাসী নন তিনি। স্ত্রী ও কন্যা রাহাকে নিয়ে একান্তে ছুটি কাটাচ্ছেন অভিনেতা। যদিও জন্মদিনে দর্শন দেবেন না, তাই আবার হয় নাকি! বেড়াতে গিয়েছেন তিনি। সেখান থেকে একটি ভিডিও দেন অনুরাগীদের উদ্দেশে। ক্যামেরার নেপথ্যে স্ত্রী আলিয়া। সেখানে রণবীর বলেন, ‘আমার পাকা দাড়ির সংখ্যা বেড়েই চলেছে। যদিও...