বাংলাদেশে প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ মেরুরজ্জুর আঘাতে (স্পাইনাল কর্ড ইনজুরি) আক্রান্ত হলেও সরকারি স্বাস্থ্যব্যবস্থায় এখনো পুনর্বাসনসেবার সুনির্দিষ্ট কাঠামো নেই। প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে দীর্ঘমেয়াদি পুনর্বাসন- প্রতিটি ধাপে ঘাটতি স্পষ্ট। বিশেষত এমআরআই ও সিটিস্ক্যানের মতো নির্ণয় সুবিধা প্রধানত বিভাগীয় হাসপাতালেই সীমাবদ্ধ। সেই সঙ্গে দেশে প্রশিক্ষিত পুনর্বাসন পেশাজীবীরও অভাব রয়েছে। পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিচালিত এক জাতীয় গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। আন্তর্জাতিক সংস্থা সিবিএম গ্লোবাল ডিজ্যাবিলিটি ইনক্লুসনের সহযোগিতায় পরিচালিত প্রকল্পের অধীনে ‘বাংলাদেশের বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থায় মেরুরজ্জুর আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনসেবা অন্তর্ভুক্তি’ শীর্ষক এ গবেষণা করা হয়েছে। গবেষণায় বলা হয়, মেরুরজ্জুর আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনকে জাতীয় স্বাস্থ্যনীতি ২০১১ এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩-এর আওতায় অন্তর্ভুক্ত করা জরুরি। একইসঙ্গে...