২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম মানুষ সবসময়ই দীর্ঘায়ুর রহস্য জানতে আগ্রহী। কেউ কেউ বলছেন, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম বা মানসিক শান্তিই দীর্ঘ জীবন দেয়। তবে এবার বৈজ্ঞানিকভাবে ১১৭ বছর বাঁচা এক নারীর জিনগত ও জীবনধারার বিশ্লেষণ সেই রহস্যের উন্মোচন করতে সাহায্য করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক চিকিৎসা সাময়িকী সেল রিপোর্টস মেডিসিন-এ প্রকাশিত এক গবেষণায় মার্কিন বংশোদ্ভূত স্প্যানিশ নারী মারিয়া ব্রানিয়াস মোরেরার দীর্ঘায়ুর কারণ নিয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। তিনি ২০২৪ সালের আগস্টে মারা যান এবং মৃত্যুর সময় ছিলেন বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি। গবেষকেরা মোরেরার দীর্ঘায়ুর রহস্য উদঘাটনের জন্য তাঁর জিন, রক্ত, থুতু ও মলমূত্রের নমুনা বিশ্লেষণ করেন এবং দক্ষিণ-পশ্চিম ইউরোপের ৭৫ জন নারীর সাথে তুলনা করেন। গবেষণায় দেখা গেছে, মোরেরার দীর্ঘায়ুর পেছনে মূল দুটি কারণ...