নিজস্ব প্রতিবেদক : বিশ্ব যখন জলবায়ু পরিবর্তনের হুমকিতে অস্থির, তখন একটি ছোট দ্বীপরাষ্ট্র হয়েও সিঙ্গাপুর বিশ্বে সবুজ শহরের মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। শুধু উন্নত নগর ব্যবস্থাপনাই নয়, বরং সরকার ও নাগরিকদের সম্মিলিত চেষ্টায় সিঙ্গাপুর এক অনন্য উচ্চতায় পৌঁছেছে—যা বিশ্বজুড়ে প্রশংসিত ও অনুকরণীয়। লি কুয়ান ইউ-এর দূরদর্শিতা: ‘গার্ডেন সিটি’ ধারণার সূচনা সিঙ্গাপুরের ‘সবুজ শহর’ হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান এর প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ-এর। ১৯৬৭ সালের ১১ মে তিনি ঘোষণা দেন “গার্ডেন সিটি” গড়ার, যাতে নগরজীবন হয় আরামদায়ক, পরিবেশবান্ধব ও জীবনের জন্য অনুকূল। লি কুয়ান ইউ বিশ্বাস করতেন:“সবুজের ছায়া শুধু চোখকে প্রশান্তি দেয় না, এটি মানুষকে কাজে মনোযোগী করে এবং উৎপাদনশীলতা বাড়ায়।” সিঙ্গাপুর সরকার ১৯৬৩ সালেই একটি বৃহৎ বৃক্ষরোপণ অভিযান শুরু করে। পরবর্তী এক দশকে ৫৫,০০০ গাছ লাগানো হয়...