উত্তর কোরিয়া ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আবারও উত্তেজনা বাড়ছে। এই সপ্তাহে দেশটির শাসক কিম জং উন সংসদে বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং জাতিসংঘে উত্তর কোরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান-এর ডাক দিয়েছেন। এমনকি ট্রাম্পও সম্প্রতি কিমের সঙ্গে সম্পর্কের প্রশংসা করে জানিয়েছেন, চলতি বছর তিনি আবারও কিমের সঙ্গে দেখা করতে চান। তবে আগের মতো সৌজন্যপূর্ণ বার্তা দেওয়া হলেও পরিস্থিতি এখন ভিন্ন। সাম্প্রতিক বছরগুলোতে কিম উল্লেখযোগ্যভাবে পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়িয়েছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষাও তীব্র করেছেন। তার শাসনব্যবস্থা আরও দমনমূলক হয়ে উঠেছে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে নতুন জোট তাকে আরও শক্তিশালী করেছে। ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র ও সেনা দিয়ে সহায়তা করার বিনিময়ে তিনি খাদ্য, জ্বালানি, প্রযুক্তি এবং চীনের বিপরীতে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক ভারসাম্য তৈরি করার সুযোগ...