মালদ্বীপের রাজধানী মালের সংলগ্ন শহর হুলহুমালেতে নেপালি এক নারীকে ছুরিকাঘাতের ঘটনায় বাংলাদেশি এক যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জাহাঙ্গীর মিয়া (২৫)। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করার পর শনিবার সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম সান এমভি জানায়, ওইদিন দুপুরে হুলহুমালের প্রথম ফেজে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ২১ বছর বয়সী নেপালি নারীকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, হুলহুমালের প্রথম ফেজের...