ঢাকা: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে মন্তব্য করেছেন। ওবামার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “গাজায় যে মানবিক সংকট চলছে, তা উপেক্ষা করা অগ্রহণযোগ্য। উভয় পক্ষকে এমন একটি সমাধানের পথ খুঁজে বের করতে হবে, যেখানে একটি নিরাপদ ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিন রাষ্ট্র ও স্বায়ত্তশাসন থাকবে।”গাজার যুদ্ধকে ঘিরে তিনি কড়া সমালোচনা জানিয়েছেন এবং শিশুদের অনাহারে রাখা যাবে না বলে অপ্রত্যাশিত সরাসরি ভাষায় উদ্বেগ প্রকাশ করেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রেক্ষাপটে এ মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।ওবামা ডাবলিনের একটি অনুষ্ঠানে বলেন, “গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় তাকে আরও গুঁড়িয়ে দেয়ার কোনো সামরিক যুক্তি নেই।” তিনি যোগ করেন, সহিংসতায় সরাসরি যুক্ত না থাকা পক্ষগুলোকে এখনই এগিয়ে এসে মানবিক অবস্থা রোধ করতে কথা বলতে হবে। এছাড়া তিনি বলেন,...