পাকিস্তানের ২৪ নাগরিকসহ ২৭ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার ইয়েমেনের একটি বন্দরে অবস্থানকালে ইসরায়েলি ড্রোনের হামলার শিকার হয়েছে। পাকিস্তানের ২৪ নাগরিকসহ ২৭ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার ইয়েমেনের একটি বন্দরে অবস্থানকালে ইসরায়েলি ড্রোনের হামলার শিকার হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি শনিবার এ তথ্য নিশ্চিত করেন। খবর ডনের। মন্ত্রী নকভি জানান, ১৭ সেপ্টেম্বর ট্যাঙ্কারটি ইয়েমেনের রাস ইসা বন্দরে ছিল, যা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন। হামলার সময় ক্রুদের মধ্যে ২৪ পাকিস্তানি, ২ শ্রীলঙ্কান এবং একজন নেপালি নাগরিক ছিলেন। ট্যাঙ্কারের ক্যাপ্টেনও পাকিস্তানি। হামলার ফলে ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে, তবে ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। নকভি বলেন, ‘হুথি নৌযান পরে জাহাজ থামায় এবং ক্রুদের বন্দি করে রাখে। তবে বর্তমানে ট্যাঙ্কার এবং তার ক্রুরা হুতিদের হাত থেকে মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে পৌঁছেছে।’...