যুক্তরাষ্ট্রে জনপ্রিয় দক্ষ কর্মী ভিসা আবেদনের ফি বাড়ানোর ঘোষণার পর, কানাডাকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন আইনজীবী ও ব্যাবসায়িক বিশেষজ্ঞরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে ‘এইচ-ওয়ান বি’ ভিসার আবেদন ফি ১ লাখ ডলারে বৃদ্ধি করেছেন। নির্বাহী আদেশে বলা হয়েছে, নির্ধারিত ফি না দেয়া হলে আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হবে না। এর আগে ‘এইচ-ওয়ান বি’ ভিসা ৫ হাজার ডলারে আবেদন করা যেত। এইচ-ওয়ান বি ভিসা পরিবর্তনের কারণে পিছিয়ে পড়া প্রতিভাবান কর্মীদের ধরে রাখতে বিশেষভাব মনোযোগ দিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নিউইয়র্ক সিটিতে কনসিল অফ ফরেন রিলেশনসের সামনে একটি ভাষণে মার্ক কার্নি কানাডার দেশীয় গবেষণা এবং এআই প্রতিভার কথা তুলে ধরেন এবং উল্লেখ করেন, ‘দুর্ভাগ্যবশত, কর্মীদের বেশিরভাগই যুক্তরাষ্ট্র চলে যায়।’ তিনি আরও বলেন, ‘আমি জানি যুক্তরাষ্ট্র...