আগের মাদ্রিদ ডার্বিতে হুলিয়ান আলভারেসকে গ্রাস করেছিল হতাশা। পেনাল্টি শট নিতে গিয়ে করেছিলেন মারাত্মক ভুল। তাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় শেষ হয়ে যায় আতলেতিকো মাদ্রিদের পথচলা। নতুন মৌসুমের প্রথম ডার্বিতে সেই ভুলের যেন প্রায়শ্চিত্ত করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। নগর প্রতিদ্বন্দ্বীদের গুঁড়িয়ে দিতে জোড়া গোল করে রাখলেন ভূমিকা। ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় শনিবার রেয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়েছে আথলেতিকো মাদ্রিদ। ৭৫ বছরের মধ্যে এই প্রথম কোনো ম্যাচে রেয়াল মাদ্রিদের জালে পাঁচ গোল করল তারা। হবাঁন লু নহমাঁর গোলে ১৪ মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। তবে ১১ মিনিটের ব্যবধানে কিলিয়ান এমবাপে ও আর্দা গিলেরের গোলে পিছিয়ে পড়ে দিয়েগো সিমেওনের দল। প্রথমার্ধের শেষ দিকে সমতা টানেন আলেকসান্দার সরলথ। দ্বিতীয়ার্ধে রেয়ালের জালে জোড়া গোল করেন আলভারেস; নিজের প্রথম গোলটি করেন তিনি স্পট কিকে। দলের শেষ...