শুক্রবার মাহবুবুর রহমান ডাবলু নওগাঁ সদর উপজেলার ফতেপুর পূর্বপাড়া ও পশ্চিম মঙ্গলপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে ৩১ দফা ও নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, যার গর্বিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করেছেন। এটি দেশের মানুষের সেন্টিমেন্ট এবং আমাদের ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন।” মাহবুবুর রহমান আরও বলেন, “শেখ হাসিনা দেশের ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছিলেন, যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং জনগণের দীর্ঘ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, তাহলে জনগণের রায় অনুসারে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে। সেই চিন্তা থেকে তিনি ৩১ দফার প্রতিশ্রুতি দলিল প্রণয়ন করেছেন।” তিনি আরও যোগ করেন, “বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরও যে...