প্রধান বিক্ষোভকারীরা ট্রাম্পকে আহ্বান জানিয়ে বলেন, নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করতে যাতে বৈঠকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। তাদের মতে, দ্রুত চুক্তি ছাড়া বন্দিদের জীবন বিপন্ন হতে পারে এবং যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে।পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি নিহতঅন্যদিকে, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন‑গভি ও কট্টরপন্থি জোট মিত্ররা চুক্তির বিরোধিতা করছেন। বেন‑গভি সতর্ক করে বলেছেন, হামাসকে সম্পূর্ণ পরাজিত না করে যুদ্ধ শেষ করার অধিকার নেই। নেতানিয়াহুর সরকার এই কট্টরপন্থি দলগুলোর ওপর নির্ভরশীল, যা চুক্তি প্রক্রিয়াকে জটিল করেছে।নেতানিয়াহু ও ট্রাম্পের বৈঠক হোয়াইট হাউসে সোমবার হওয়ার কথা। ট্রাম্পের আগের মন্তব্যে তিনি গাজা নিয়ে সম্ভাব্য চুক্তির ওপর আশাবাদী ছিলেন, কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন‑গভি ও কট্টরপন্থি জোট মিত্ররা চুক্তির বিরোধিতা করছেন। বেন‑গভি সতর্ক করে বলেছেন, হামাসকে সম্পূর্ণ পরাজিত না করে যুদ্ধ শেষ...