ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা আবারও হুমকির মুখে পড়েছেন। তাকে হুমকি দিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়েছে। অবশেষে সেই হুমকিদাতা অভিযুক্তকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের তৎপরতায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। কপিল শর্মার জীবনে প্রথম এমন বিপদ নতুন নয়। এর আগেও কানাডায় তার ক্যাফেতে একাধিকবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গত ৪ জুলাই উদ্বোধনের পর ১০ জুলাই এবং পরে ৭ আগস্ট ক্যাফের বাইরে কয়েক রাউন্ড গুলি চালায় সন্ত্রাসীরা। এদিকে অভিযুক্তকে গ্রেফতারের পর তদন্তের স্বার্থে মুম্বাই নিয়ে আসা হয়েছে। আদালতে হাজির করা হলে তাকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে পুলিশ তদন্ত করে দেখছে— অভিযুক্ত ব্যক্তি কোনো গ্যাংস্টারের সঙ্গে যুক্ত কিনা। নাকি কেবল টাকা আদায়ের ভয় দেখানোর চেষ্টা করছিল। আরও পড়ুনআরও পড়ুনবিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা, পাত্র কে? একটি...