দক্ষিণী সিনেমার জগতে যে কজন নায়কের নাম উঠলেই দর্শকদের হৃদয়ে অন্যরকম উত্তেজনা তৈরি হয়, তাদের মধ্যে থালাপতি বিজয় অন্যতম। তামিল সিনেমার এই সুপারস্টার শুধু অ্যাকশন নয়, রোমান্স, কমেডি আর সামাজিক বার্তায় ভরপুর ছবির মাধ্যমে কোটি ভক্তের মন জয় করেছেন। চলুন জেনে নেই থালাপতি বিজয়ের জনপ্রিয় পাঁচটি সিনেমার কথা, যেগুলো তাকে পৌঁছে দিয়েছে অন্য উচ্চতায়। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে ঘিলি (২০০৪): ‘ঘিলি’ ছিল বিজয়ের ক্যারিয়ারের মোড় ঘোরানো সিনেমা। অ্যাকশন, রোমান্স আর শক্তিশালী কাহিনি-সব মিলে এই সিনেমা দর্শকদের মন কেড়ে নেয়। এখানে বিজয় ছিলেন কাবাডি খেলোয়াড়, যিনি এক তরুণীকে (ত্রিশা কৃষ্ণান) এক ভয়ঙ্কর ভিলেনের হাত থেকে রক্ষা করেন। ছবিটি শুধু বাণিজ্যিক সফলতাই পায়নি, বরং বিজয়কে ম্যাস হিরো হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পোকারি (২০০৭): মাসালায় ভরপুর অ্যাকশন ড্রামা ‘পোকারি’ বিজয়ের আরেকটি ব্লকবাস্টার। এখানে তিনি...