নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে জিকিউ বলপেনকে ঘিরে কারসাজির অভিযোগ নতুন নয়। তবে এ নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের পরও কোম্পানির কারসাজিকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। আজ বাজারজুড়ে পতনের দিনেও প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ২৪ টাকা ৩০ পয়সা বা ৪.২৫ শতাংশ। দিনশেষে শেয়ারটি ৫৯৬ টাকা ৭০ পয়সায় ক্লোজ হয়েছে, যা বাজার সংশ্লিষ্টদের স্তম্ভিত করেছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনা স্পষ্ট প্রমাণ করছে—কারসাজিকারীরা বাজারের সার্বিক প্রবণতা তোয়াক্কা করছে না। বরং ইচ্ছে মতো দর বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে। তারা কার্যত জানিয়ে দিচ্ছে, বাজার ভেঙে পড়লেও তাদের স্বার্থসিদ্ধি অব্যাহত থাকবে। নিয়ন্ত্রক সংস্থার অস্তিত্ব তাদের কাছে অর্থহীন। বিনিয়োগকারীদের অভিযোগ, জিকিউ বলপেনের পেছনে শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে, যাদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জের কিছু কর্মকর্তার আঁতাত রয়েছে। এ কারণেই শেয়ারের দর টানাটানি করলেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর...