নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় ইতিহাসে আসমানী কিতাব বা “Heavenly Books” বলতে বোঝানো হয় সেই সমস্ত পবিত্র গ্রন্থ, যা আল্লাহ তাঁর নবী ও রাসূলদের মাধ্যমে মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য নাযিল করেছেন। ইসলামী বিশ্বাস অনুসারে, এই কিতাবগুলো হলো আল্লাহর পক্ষ থেকে মানুষকে দৃষ্টিনন্দন, নৈতিক ও আধ্যাত্মিক দিশারী হিসেবে প্রেরিত দিকনির্দেশনা। পৃথিবীতে মোট ১০৪টি আসমানী কিতাব নাযিল হয়েছে, যেগুলোর মধ্যে চারটি প্রধান কিতাব এবং একশটি সহিফা অন্তর্ভুক্ত। সহিফা বলতে বোঝানো হয় নবীদের ওপর নাযিল ছোট ছোট ঐশী বার্তা বা ধর্মীয় গ্রন্থ। এগুলো বড় কিতাব যেমন কুরআন বা তাওরাতের মতো ব্যাপক নয়। এই সহিফাগুলো প্রধানত খ্রিস্টপূর্ব ২০০০ সালের পূর্বে নাযিল হলেও, কারণ স্বরূপ বড় কোনো কাঠামোতে সংরক্ষণের অভাবের কারণে এগুলো হারিয়ে গেছে বা বিকৃত হয়েছে। নাযিলের সময় ও স্থান: প্রায় খ্রিস্টপূর্ব ১২০০-১৫০০...