সংগীতপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। নতুন গান নিয়ে হাজির হয়েছেন তিনি। নতুন গানটির নাম ‘নীরবে’। গানটি প্রকাশ হয়েছে নতুন প্রজন্মের সংগীত পরিচালক হৃদয় হাসিনের পরিকল্পনায় তৈরি ‘হৃদয় হাসিন ফিচারিং ভ্যারিয়াস আর্টিস্টস’ প্রজেক্টের প্রথম প্রকাশিত গান হিসেবে। গানটি লিখেছেন সৈয়দা হেমা। এতে সুর ও সংগীত আয়োজন করেছেন হৃদয় হাসিন। কনা গানটি নিয়ে বলেন, ‘গানটা আমার খুব ভালো লেগেছে। অনেকটা ৯০ দশকের ব্যান্ডের গানগুলোর মতো, সেই কারণে আরও ভালো লেগেছে। কথাগুলোও সুন্দর। আর হাসিনের কাজ আমার সবসময়ই পছন্দের। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন।’ হৃদয় হাসিন বলেন, ‘কনা আমার খুব প্রিয় একজন শিল্পী ও মানুষ। রেট্রো ক্লাসিক ধরণের এই গানটি তার কথা ভেবেই করা হয়েছে। আশা করি শ্রোতারা আমাদের এই...