মাত্র এক ঘণ্টায় শেষ হয়ে গেছে বাংলাদেশ ও হংকং ম্যাচের গ্যালারির টিকিট। রোববার বিকেলে অনলাইনে শুরু হয় টিকিট বিক্রি। শুরুর পরপরই হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। এক ঘণ্টা যেতে না যেতেই শেষ হয়ে যায় সব টিকিট। আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের এই ম্যাচটি। বাফুফের কম্পিটিশন কমিটি ৪০০ টাকা মূল্যের সাধারণ গ্যালারির ১৮ হাজার টিকিট রোববার বিক্রি শুরু করে। ভিআইপিসহ অন্য টিকিট বিক্রির ঘোষণা এখনো দেয়নি বাফুফে। কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘গ্যালারির ১৮ হাজার টিকিট বিক্রি শেষ। এখন আমরা অন্য ক্যাটাগরির টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেবো।’ গত জুনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি নিয়ে...