নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন গণমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ব্যালট ছাপানোর স্থান ও সংখ্যা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্তারিত তথ্য উপস্থাপন করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত নিয়ম মেনে একটি প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। রেকর্ড সংখ্যক ভোটার ও প্রার্থীর কথা বিবেচনা করে এবং দ্রুততম সময়ে ব্যালট ছাপানোর স্বার্থে, মূল ভেন্ডরকে একই টেন্ডারের অধীনে একটি সহযোগী প্রতিষ্ঠানকে যুক্ত করার অনুমতি দেওয়া হয়। তবে, উক্ত সহযোগী ভেন্ডর নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত না করার কারণ হিসেবে সহযোগী ভেন্ডর একটি লিখিত ব্যাখ্যা দিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, নীলক্ষেতে ২২ রিম কাগজ দিয়ে ৮৮,০০০ ব্যালট ছাপানো হয়। এরপর প্রিন্টিং, কাটিং ও প্রিস্ক্যান পর্ব...