এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে অঙ্গভঙ্গি দেখানোর অভিযোগে হারিস রউফের বিরুদ্ধে আইসিসির দেওয়া জরিমানার সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিসিসিআইয়ের অভিযোগের প্রেক্ষিতে শুনানির পর আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন পাক পেসার রউফকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেন।পিসিবির একজন সিনিয়র কর্মকর্তা দেশটির গণমাধ্যমকে বলেন, ‘বোর্ড আপিল করবে। রউফের কোনো কাজ কোড অব কন্ডাক্ট লঙ্ঘন নয়। বোর্ড ও দলীয় ম্যানেজমেন্ট এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে। এদিকে, আপিলের পরও যদি রউফের জরিমানা বজায় থাকে, তবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ব্যক্তিগতভাবে জরিমানার টাকা পরিশোধ করবেন।এর আগে, ভারত-পাকিস্তান ম্যাচে পাক ওপেনার সাহিবজাদা ফারহান এবং পেসার হারিস রউফের বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় ভারত। সুপার ফোরে ভারত-পাক ম্যাচে রউফ যে সেলিব্রেশন করেছেন, তার ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। ম্যাচ চলাকালীন এই...