পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার দারশাখেল এলাকায় শাহ সালিম থানার অভিযানে নিহতদের মধ্যে একজন যে বাংলাদেশি নাগরিক ছিলেন, তা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে তার জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশি টাকা ও ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়। এসব প্রমাণের ভিত্তিতেই নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সামা টিভি এ তথ্য জানায়। নিরাপত্তা সূত্রের দাবি, এর আগেও একই ধরনের অভিযানে একাধিক বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছে। তারা মূলত ধর্মীয় দাওয়াত বা তাবলিগের কাজে আফগানিস্তানে গিয়ে পরবর্তীকালে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছিল। এ ঘটনা আবারও প্রমাণ করল যে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোতে বিদেশি নাগরিকদের সম্পৃক্ততা রয়েছে। শনিবারের এই অভিযানে পাকিস্তানি সেনাবাহিনী নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে যুক্ত ১৭ সন্ত্রাসীকে হত্যা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুল্লা নাজির গ্রুপের অবস্থান শনাক্ত...