পরীক্ষা-নিরিক্ষা ছাড়া, মানুষকে না জানিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে ইসির নির্বাচনি সংলাপের তিনি এসব কথা বলেন। অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, এমন একটা পরিস্থিতিতে আপনারা নির্বাচন করতে যাচ্ছেন সেটাকে এক কথায় বলা যায় ভয়ঙ্কর। এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন করতে পারলে আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইসিহাসের পাতায়। আর যদি না পারেন তাহলে কী হতে পারে সেটাও জানেন। পোস্টার ব্যালটে ভোটের ব্যাপারটা খুবই সতর্কতার সঙ্গে করতে হবে। কারণ এখানে বিতর্ক হওয়ার সম্ভাবনা বেশি। তিনি বলেন, আমাদের এখানে পিআর নিয়ে দাবি উঠেছে। নতুন কোনও সিস্টেম চালু করতে হলে এক্সপেরিমেন্ট করতে হয়। সেটা আমাদের করা...