নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটে লিখিত স্মারকলিপি দিয়েছে দলটির ডায়াস্পোরা অ্যালায়েন্স। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিচারের ক্ষেত্রে ধীর গতি প্রবাসীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করছে। প্রবাসীরা এবং প্রবাসী সংগঠনগুলো এ হামলার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতায় আনার জোর দাবি জানায়। স্মারকলিপিতে তিনটি দাবি উত্থাপন করা হয়— বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং নিউইয়র্ক শহরের সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানানো, নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলসহ সম্পূর্ণ ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে চাকরিচ্যুত করা এবং সফরের পরবর্তী অংশে প্রত্যেক সফররত নেতার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। রবিবার (২৮ সেপ্টেম্বর) এনসিপির প্রবাসী উইং ডায়াস্পোরা অ্যালায়েন্সের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও...